Harry Potter and The Half-Blood Prince-র অভিনেতা Paul Ritter বেশ কিছুদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। ৫৪ বছর বয়সেই কঠিন রোগের কাছে তাকে হার মানতে হয়েছে। Paul Ritter-র মুখপাত্র এই মৃত্যু সংবাদ দেন।
তিনি জানান,”অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পল রিটার গত রাতে মারা গিয়েছেন। সেই সম পাশে ছিলেন স্ত্রী পলি, ছেলে ফ্র্যাঙ্ক এবং নোহ। বাড়িতেই মৃ্ত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। মস্তিষ্কে টিউমারে ভুগছিলেন তিনি। পল এক ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ থেকে পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু এবং খুব মজার ছিলেন। আমরা বিশেষভাবে তাকে মিস করব।”