জেলা ব্রেকিং নিউজ

Patient’s Death: হাবরায় বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা

ছুটির দিনে আচমকাই মৃত্যু হল এক রোগীর। ঘটনায় নার্সিংহোমের গাফিলতির অভিযোগ তুলে হাবরা থানায় অভিযোগ দায়ের করা হয়। উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার বাসিন্দা ভারতী দাস (৪২) কে গত ৫ তারিখ হাবরা এক নম্বর রেলগেট সংলগ্ন একটি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

ওই রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ভারতীদেবীর গলব্লাডারে পাথর হয়েছিল। তার অপারেশনের করা হয়। অপারেশনের পর সুস্থই ছিলেন ভারতীদেবী। বুধবার সকালে ভারতী দাসকে ছুটি দেওয়া হয়‌ এমন অবস্থায় নার্সিংহোম এর সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাথা ঘুরে যায় ওই রোগীর। সেই সময় রোগীকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমের ভেতর এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হলেও মৃত্যু হয় ওই রোগীর। ঘটনায় নার্সিংহোমের গাফিলতি অভিযোগ তুলে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পরিবারের দাবি, সঠিক চিকিৎসা না হওয়ার কারণে মৃত্যু হয়েছে ভারতীদেবীর।

ঘটনাস্থলে যায় হাবরা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দেহ বারাসাত হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।