জেলা ব্রেকিং নিউজ

নার্সিংহোমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ

চিকিৎসাধীন এক মহিলা রোগীকে নার্সিংহোমের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ উঠল নার্সিংহোমের এক কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে নার্সিংহোমের ওই কর্মীকে মারধর করেন রোগীর আত্মীয়রা। এই ঘটনা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়।

শ্বাসকষ্ট নিয়ে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার অভিরামপুরের বাসিন্দা ওই মহিলা গত বুধবার বর্ধমান শহরের বোরহাট এলাকার স্কাইলার্ক নার্সিংহোমে ভর্তি হন। অভিযোগ, সেই রাতে নার্সিংহোমের কর্মী বাপ্পা সরকার প্রেসার মাপার আছিলায় ওই মহিলার শ্লীলতাহানি করে। ভয়ে মহিলা বৃহস্পতিবার অসুস্থ অবস্থাতেই ছুটি করিয়ে বাড়ি চলে যায়।

ঘটনাটি বাড়ির লোকজনকে জানাতেই শুক্রবার সকালে বাড়ির লোকজন এসে অভিযুক্ত বাপ্পা সরকারকে জিজ্ঞাসাবাদ করে। বাপ্পা দোষ স্বীকার করায় তাকে বেদম প্রহার করতে শুরু করে তারা। পরে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত বাপ্পা সরকারের চরম শাস্তির দাবি করেছে ঐ রোগীর পরিবার সহ নার্সিংহোম সংলগ্ন এলাকার মানুষজন।

একজন মেডিকেল স্টাফ না হওয়া স্বত্ত্বেও বাপ্পা কিভাবে একজন রোগীর প্রেসার মাপতে যায় এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে তারা।অবিলম্বে গোটা বিষয়টার উপর প্রসাশনিক হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।অবশেষে বর্ধমান থানার পুলিশ এসে অভিযুক্ত বাপ্পা সরকারকে আটক করে নিয়ে যায়।👇🏻