ব্রেকিং নিউজ রাজ্য

Weather Update: বাংলা নববর্ষের শুরুতেও থাকছে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি

বাংলা নববর্ষের প্রাক্কালে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। এরই সঙ্গে সেইসময় তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে।

বুধবার কলকাতা ও আশপাশের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত সোমবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির ওপরে। কোথাও কোথাও তা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে গিয়েছে।আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ১৫-১৬ এপ্রিল পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে।