জেলা ব্রেকিং নিউজ

আজ কলকাতায় পটল ৮০ টাকা! নাভিশ্বাস মধ্যবিত্তের

শীতের বিদায় লগ্নে বাজারে কমেছে সবজির আধিক্য। ফলে দামও ঊর্ধমুখী। বিশেষ করে কয়েকটি সবজির দাম বেড়েছে প্রায় দেড়গুন। তবে এখনও সস্তায় কেনা যাচ্ছে কিছু সবজি। সেই তালিকায় রয়েছে আলু, কুমড়ো, পেঁয়াজ, সিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটোর মত সবজি। কিন্তু চড়া দামে বিকোচ্ছে ঢেঁড়স, উচ্ছে, কাঁচা আম, এঁচড়, পটলের মতো বিভিন্ন সবজি। সবজি বাজারের এই মূল্য বৃদ্ধিতে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের।

বর্তমান সবজির বাজার মূল্য

কাঁচা আম ৯০ টাকা কেজি

প্রতি কেজি পটলের দাম ৮০ টাকা।

ঢেঁড়সের কেজি ৭০ টাকা।

এঁচড় প্রতি কেজি ৫০ টাকা।

উচ্ছে প্রতি কেজি ৫০ টাকা।

কাঁচা লঙ্কা প্রতি কেজি ৬০ টাকা।

বাঁধাকপি প্রতি কেজির দাম ১২ টাকা

ফুলকপির প্রতি পিস ১০ টাকা।

বেগুন, কুমড়ো প্রতি কেজি ৩০ টাকা

সিম, পেঁপে, টমেটোর প্রতি কেজি ২০ টাকা।

জ্যোতি আলুর কেজি ১০ টাকা।

কুমড়োর দাম রয়েছে ৩০ টাকা,

পেঁয়াজের কেজিও ৩০ টাকা।

মাছ মাংসের বাজারও আকাশ ছোঁয়া। আমদানি থাকলেও বেশিরভাগ মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। সেই অর্থে সস্তা রয়েছে ডিম। বর্তমানে ডিমের পিস বিক্রি হচ্ছে পাঁচ টাকা।

ইলিশ মাছ ৮০০ টাকা কেজি।

ভেটকি মাছ ৫০০টাকা কেজি ।

কই মাছ প্রতি কেজি ৪০০ টাকা ।

কাতলা মাছ ৩৫০ টাকা কেজি।

বাগদা চিংড়ির কেজি ৩৫০ টাকা।

রুই মাছ প্রতি কেজি ২০০ টাকা।

ছোট পাবদা ৩০০ টাকা কেজি ।

ট্যাংরা মাছ ১৫০ টাকা কেজি।

গোটা মুরগির কেজি ১৪০ টাকা।

চিকেনের প্রতি কেজি ২৫০ টাকা। তবে মাটন প্রেমীদের জন্য সুখবর। সামান্য কমেছে মাটনের দাম। মাটনের কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা।