ব্রেকিং নিউজ রাজ্য

সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগ, বাতিল একাধিক ট্রেন

সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। জানা গিয়েছে, শিয়ালদহের থেকে এবার সব ১২ কামরার ট্রেন চলবে। তাই এই পাঁচদিন শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ চলবে, বেশ কিছু জায়গার মেরামতি হবে। সেই কারণেই শিয়ালদহ স্টেশনে ২১টি প্লাটফর্মের মধ্যে ১ থেকে ৫ নম্বর, এই পাঁচটি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে।

এবার চরম দুর্ভোগে পড়তে চলেছেন শিয়ালদহ মেন শাখার যাত্রীরা।রেল জানিয়েছে, শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। কিন্তু, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। এদিকে, এই ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসা-যাওয়া করবে ওই লোকালগুলি।

জানা গিয়েছে, লোকাল ছাড়াও চার জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ-অজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে আসা-যাওয়া করবে। যদিও কোনও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি।