দেশ ব্রেকিং নিউজ

ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। এবার লাইন থেকে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেসের ২০টি কোচ। শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

রেল সূত্রে জানা গিয়েছে, রেল লাইনে একটি বোল্ডার ছিল। তাতেই ধাক্কা লাগে ইঞ্জিনের। এরপরই লাইনচ্যুত হয়ে যায় ২০টি কোচ। সে সময় ট্রেনে প্রায় ১৩০০ যাত্রী ছিলেন বলেই সূত্রের খবর। তবে, রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। যাত্রীদের কানপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেল।