ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল বাংলাদেশ। এক পণ্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেল এক যাত্রীবাহী লঞ্চ। রবিবার এই দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও শিউরে উঠতে হয়৷
রবিবার এই দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে৷ কোনওভাবে বিশালাকার জাহাজটির সামনে পড়ে যায় যাত্রীবাহী ওই লঞ্চটি৷ তারপর লঞ্চটিকে ঠেলতে ঠেলতে জাহাজটি এগোতে থাকে৷ ধীরে ধীরে চোখের সামনে জলের মধ্যে তলিয়ে যায় ওই যাত্রীবাহী লঞ্চ। প্রাণ বাঁচাতে যাত্রীদের কয়েকজন নদীর জলে ঝাঁপ দেয়৷ নিমেষেই জলের অতলে তলিয়ে যায় ওই লঞ্চ।
ডুবে যাওয়া লঞ্চটির পেছনে ছিল আরেকটি লঞ্চ। সেই লঞ্চ থেকে যাত্রীরা চিৎকার করে জাহাজটিকে থামানোর জন্য সতর্কও করতে থাকেন৷ কিন্তু জাহাজটি কোন দিকেই কর্ণপাত করে না। ফলে সামনে থাকা লঞ্চটিকে বাঁচানো সম্ভব হয় না।
জানা গিয়েছে, লঞ্চটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে৷ বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে ওঠেন৷ ফলে আরও হতাহতের আশঙ্কা বাড়ছে৷ নিখোঁজদের উদ্ধারে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে৷ ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে এম এল আফসারউদ্দিন নামে লঞ্চটি যাত্রীদের নিয়ে যাচ্ছিল মুন্সিগঞ্জের দিকে ৷ সোনাকান্দা এলাকায় কয়লা ঘাটের কাছে রূপসী-৯ নামে এক জাহাজ পিছন দিক থেকে এসে লঞ্চটিকে ধাক্কা মারায় ডুবে যায় লঞ্চটি৷