বড় ধরণের দুর্ঘটনায় পড়ল পাকিস্তান। একটি যাত্রিবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। বাসটি পাকিস্তানের হায়দরাবাদ থেকে করাচি যাচ্ছিল। তার আগেই বিপত্তি ঘটে। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়লে বাসটিতে আগুন ধরে যায়।
পুলিশ সূত্রে খবর, দুরন্ত গতিতে ছুটছিল বাসটি। বেশি গতি থাকার কারণে চাকা স্কিড করলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যাত্রী–সহ বাসটি পালটি খেয়ে যায়। তার আগেই বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। বাস উলটে যাওয়ায় কারণে সকলে বেরিয়ে আসতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ১৩ জন মারা গিয়েছেন।
দুর্ঘটনার সময় বাসটিতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১৩ জনই মারা গিয়েছেন। বাসটি পালটি খাওয়ার কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। স্থানীয়দের তত্পরতায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকিদের উদ্ধার করা হলেও অবস্থা গুরুতর। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গোটা বাসে আগুনের ধরে যায়। বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। মৃতদেহগুলি শনাক্ত করা সম্ভব হয়নি। এতটাই বীভত্সভাবে পুড়েছে দেহগুলি।
