আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

প্রয়াত অভিনেতা সার্জিও ক্যালডেরণ

অসংখ্য স্মরণীয় চলচ্চিত্রে ছয় দশক ধরে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা সার্জিও ক্যালডেরণ চলে গেলেন না ফেরার দেশে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

মঙ্গলবার তাঁর মুখপাত্র মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, পরিবার- পরিজন পরিবেষ্টিত হয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেতা ক্যালডেরণ। তাঁর প্রয়াণ যে একটি অধ্যায় ও একটি যুগের অবসান তা নিয়ে সংশয় নেই।

পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যারা দেখেছেন তাঁদের সার্জিও ক্যালডেরণকে মনে থাকবে। একাধিক কালজয়ী চলচ্চিত্রের অভিনেতা সার্জিও ক্যালডেরণ।

১৯৭০ সালে অভিনয় শুরু করে চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন মেক্সিকান তারকা সার্জিও ক্যালডেরণ।অ্যাট ওয়ার্ল্ডস এন্ড, মেন ইন ব্ল্যাক, দ্য রুইনস, লিটল ফকার্স, এমআইবি এবং অসংখ্য সাড়া জাগানো চলচ্চিত্রে ছাপ রেখে গিয়েছেন সার্জিও ক্যালডেরণ।

১৯৪৫ সালের ২১ জুলাই দিনটিতে জন্মগ্রহণ করা ক্যালডেরন তাঁর গ্রামের বাড়ি থেকে মেক্সিকো সিটিতে চলে আসেন মাত্র ১০ বছর বয়সে। অ্যাসোসিয়েশন ন্যাসিওনাল ডি অ্যাক্টরসের ইনস্টিটিউট আন্দ্রেস সোলারে পড়াশোনা করেন তিনি।
এরপর তিনি হুস্টন অভিনীত দ্য ব্রিজ ইন দ্য জঙ্গল (১৯৭০) সিনেমায় তার পর্দায় আত্মপ্রকাশ। তার দীর্ঘ অভিনয় জীবনে তিন-ডজন বা তার বেশি চলচ্চিত্রের মধ্যে জীবনের প্রারম্ভিক পর্যায়ে ছিল দ্য রিভেঞ্জার্স (১৯৭২), দ্য চিলড্রেন অফ সানচেজ (১৯৭৮)। গত বছর এফএক্স সিরিজের বেটার থিংস-এর শেষ সিজনেও দেখা গিয়েছিল তাঁকে।