বিনোদন ব্রেকিং নিউজ

চলে গেলেন রাজকুমার কোহলি

চিত্রনির্মাতা ও পরিচালক রাজকুমার কোহলি আর নেই। শুক্রবার সকাল ৯ টা নাগাদ বাথরুমে ঢুকেছিলেন তিনি, বেশ কিছু সময় পর না বেরোনোয় তাঁর ছেলে অভিনেতা আরমান কোহলি বাথরুমের দরজা ভেঙে তাঁকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে রাজকুমার কোহলির বয়স হয়েছিল ৯৩ বছর।

সাড়া ফেলা বলিউডের দুই চলচ্চিত্র ‘নাগিন ‘ ও ‘ জানি দুশমন ‘ তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে গেলেও আরও বেশ কিছু চলচ্চিত্র তিনি করেছিলেন। রাজতিলক, বদলে কী আগ, পতি পত্নী অউর তাওয়াইফ প্রভৃতি সিনেমাও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। দীর্ঘ কয়েকদশক ধরে মাল্টি স্টারার মুভি উপহার দেওয়া কোহলি বলিউডের সেরা তারকাদের নিয়ে কাজ করে এসেছেন। তাঁর প্রয়াণ ভারতের চলচ্চিত্র জগতে একটি বিশেষ অধ্যায়ের পতন।