বিনোদন ব্রেকিং নিউজ

প্রয়াত নাট্যকার মনোজ মিত্র

বাংলা অভিনয়ের জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত মনোজ মিত্র। রোগব্যাধি গ্রাস করেছিল তাঁকে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা নাট্যকার।

১৯৩৮ সালে জন্ম মনোজ মিত্রের। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে তিনি স্নাতক হন। পরে পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। শিক্ষাজীবন থেকেই নাটকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর। বড় পর্দার অভিনেতা হিসেবে বহুলপরিচিত হলেও, তিনি অসাধারণ নাট্যকার। তাঁর লেখা প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ (১৯৫৯)। তারপর ১৯৭২ সালে ‘চাক ভাঙা মধু’ নাটক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলায়ও মনোজ মানের খ্যাতি শোনা যেত। তার লেখা ‘কিনো কাহারের থেটার’ নাটকটি একাধিকবার চট্টগ্রামের একটি নাট্যদল মারফত মঞ্চস্থ হয়েছে। প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অনেকেই।