প্রয়াত বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। তিনি চারটি বিশ্বকাপ খেলেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন জাগালো।
ব্রাজিলের ফুটবলার হিসেবে দুটি ও এবং কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতেন তিনি।১৯৫৮, ১৯৬২, ১৯৭০ ও ১৯৯৪ এই চারটি বিশ্বকাপে তিনি দলের খেলোয়ার ও কোচ ছিলেন।
১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো,সেবার তৃতীয় বিশ্বকাপ জেতে ব্রাজিল। এই দলের সদস্য ছিলেন পেলে। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে ব্রাজিল জেতে চতুর্থ বিশ্বকাপ। সেবার জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ।