খেলাধুলা ব্রেকিং নিউজ

প্রয়াত ভারতীয় ফুটবলার মহম্মদ হাবিব

প্রয়াত ভারতীয় ফুটবলের সিংহ মহম্মদ হাবিব।

মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন বিকেল পাঁচটায় হায়দরাবাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি। বয়স হয়েছিল ৭৪। ইস্টবেঙ্গলের পক্ষে সত্যিই আজ কালো দিন। সকালে ক্লাবের প্রাক্তন সফল ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ির প্রয়াণ হয়েছে।

তিন প্রধানে দাপিয়ে খেলেছেন তিনি । জাতীয় দলের জার্সিতেও রয়েছে সাফল্য। সাতের দশকে যখন যে জার্সি পরেছেন, সেই টিম সাফল্য পেয়েছেন। প্রদীপ ব্যানার্জি, অরুণ ঘোষ হোন আর অমল দত্ত, কী রহিম সাহেব সাফল্যের চাবিকাঠি হিসেবে মহম্মদ হাবিবকেই বরাবর তালুবন্দী রাখতে চাইতেন। লো-প্রোফাইলে থাকা, ভীষণ মুডি, সেই তিনিই আবার সবুজ মাঠের রাজা। এমন অনেক কঠিন ম্যাচ সতীর্থরা যেখানে চাপে থাকতেন, হাবিব বলতেন ‘ম্যায়দান মে চলো, ওহি দেখ লেঙ্গে।’ অনেক সময় চোট পরোয়া না করেও, হেলায় বিপক্ষকে হারাতেন। সাতের দশকে দলবদলে হাবিব ছিলেন অন্যতম লক্ষ্য। ময়দানের এই কিংবদন্তি ফুটবলার কোচ হিসেবে ততটা সফল নন।তবে তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। তেমনই হাবিব বেশ কয়েক বার মহমেডানের কোচ হয়েছেন।

১৯৮০ সালে অর্জুন পুরস্কার পান হাবিব। ২০১৫ সালে ইস্টবেঙ্গলের দেওয়া ভারত গৌরব সম্মানে অধিষ্ঠিত হন।