বিনোদন ব্রেকিং নিউজ

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক

প্রয়াত বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। বৃহস্পতিবার ভোরে অভিনেতা অনুপম খের একটি টুইট করে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন।তাঁর প্রয়াণে শোকের ছায়া নওবে এসেছে বলিউড জগতে। বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি অনেক সিনেমা পরিচালনাও করেছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রবীণ এই অভিনেতা গুরুগ্রামে যাচ্ছিলেন। সেসময়েই গাড়িতে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিনই ময়নাতদন্তের পর তাঁর মরদেহ মুম্বইয়ে আনা হবে বলেই জানা গিয়েছে।

অভিনেতা অনুপম খের টুইট করে লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য। কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল। তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ।

১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরেই বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন পরিচালক সতীশ কৌশিক।