এশিয়ান গেমসে সোনার দৌড় অব্যাহত ভারতের। মঙ্গলবার দু’টি সোনা-সহ আরও নয়টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। দিনের শেষে চতুর্থ স্থান ধরে রেখেছে ভারত।
শুটারদের পর এবার এশিয়ান গেমসে সাফল্য পাচ্ছেন ভারতীয় অ্যাথলিটেরা। দিনের প্রথম সোনারটি আসে ট্র্যাক ইভেন্ট থেকে। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলেন পারুল চৌধুরি। পারুলের থেকে পদকের আশা ছিল ভারতের। নিরাশ করলেন না তিনি।
কথায় রয়েছে মর্নিং শো’জ দ্যা ডে। পারুলের দৌড়ের শুরুটা এরকমই ছিল। শুরু থেকেই প্রথম তিন দৌড়বিদের মধ্যে জায়গা করে নেন এই ভারতীয় ক্রীড়াবিদ। প্রতিযোগিতা যত এগিয়েছে বাকি প্রতিযোগীদের থেকে দূরত্ব বেড়েছে পারুলের। ৩০০০ মিটার দৌড়ে পর বাকি প্রতিযোগীদের থেকে এগিয়ে যান তিন জন। একটা সময় বেশ পিছিয়ে পড়েছিলেন ভারতীয় দৌড়বিদ। পারুলকে পিছনে ফেলে এগিয়ে যান জাপানের রিরিকা হিরোনাকা। শেষ ল্যাপে পারুলের ভাগ্য নির্ধারণ হয়। শেষ ৫০ মিটারে ফের ট্র্যাকের দখল নিলেন পারুল। টপকে গেলেন এগিয়ে থাকা জাপানি প্রতিদ্বন্দ্বীকে। এক নম্বরে প্রতিযোগিতা শেষ করে দিনের প্রথম সোনা নিশ্চিত করেন পারুল।
দিনের দ্বিতীয় সোনা নিশ্চিত করেন অন্নু। দুটি সোনা ছাড়াও দুটি রুপো এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ডেকাথেলন এবং ৮০০ মিটারে পদক নিশ্চিত করেন যথাক্রমে তেজস্বীন শঙ্কর এবং মহম্মদ আফজল। এদিন মোট পাঁচটি ব্রোঞ্জ এসেছে।