অনেকেই জেনে ফেলেছেন ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলতে চলেছে। তবে জেনে রাখা দরকার আনলক ৪ গাইডলাইনে নবম–দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আংশিকভাবে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমোদনের ভিত্তিতেই আগামী ২১ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে স্কুল খুলতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রক।
কোভিড পরিস্থিতিতে স্কুল খোলার নির্দিষ্ট বিধি জারি করা হল। কী সেই নিয়ম–বিধি? নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্কুলের প্রবেশ পথে থার্মাল গান রাখতে হবে। স্কুলে ঢোকার আগেই শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মাপতে হবে। তবে কনটেইনমেন্ট জোনের বাইরের স্কুলগুলি খোলার অনুমোদন দেওয়া হবে। কনটেইনমেন্ট জোনে বসবাসকারী পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে আসতে পারবেন না। পড়ুয়াদেরও কনটেইনমেন্ট জোনে যেতে নিষেধ করা হয়েছে।
এছাড়া ক্লাসরুম স্যানিটাইজ করতে হবে। ১ শতাংশ হাইপোক্লোরাইট সলিউশন, মোছার জন্য অ্যালকোহল এবং স্যানিটাইজারের উপলব্ধতা নিশ্চিত করতে হবে। স্কুল খোলার আগে স্যানিটাইজ করা জরুরি। যে স্কুলগুলি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে, সেগুলিকে স্যানিটাইজ করতে হবে। স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে নির্দিষ্ট তাপমাত্র রাখত হবে। বেশি করে বাইরের বাতাস নেওয়া দরকার।
এখানেই শেষ নয়। অনলাইন ক্লাস চালু থাকবে। ৫০ শতাংশ পড়ুয়াকে নিয়ে শুরু হতে পারে স্কুল। কোনও পড়ুয়া স্বেচ্ছায় স্কুলে আসতে পারে। তবে তাকে নিজের বাবা–মা অথবা অভিভাবকের কাছ থেকে লিখিত অনুমতিপত্র নিয়ে স্কুলে আসতে হবে। ক্লাসরুমের পরিবর্তে খোলা জায়গায় থাকলে সেখানে ক্লাস করানো যেতে পারে। তবে স্কুলের ভেতর মেস অথবা ক্যান্টিন বন্ধ থাকবে।
একইসঙ্গে ক্লাসে ৬ ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে। সেভাবে বসার বন্দোবস্ত করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। স্কুলে কোনও জমায়েত, খেলাধুলা বা ইভেন্ট হবে না, যা স্কুলে উপচে পড়া ভিড়ের কারণ হতে পারে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য মাস্ক বাধ্যতামূলক। থার্মাল গান, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক ও ফেস কভার ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে স্কুলে। দরজার ছিটকিনি, লিফটের বোতাম, সিঁড়ির হাতল, চেয়ার, বেঞ্চ, ওয়াশরুম ফিক্সারের মতো প্রায়ই স্পর্শ করা হয় এমন জায়গায় হাইপোক্লোরাইট দ্রবণ দিয়ে পরিষ্কার করা হবে। শিক্ষাদানের উপকরণ, যেমন কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারগুলি ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে মুছতে হবে। পানীয় জলের জায়গা, শৌচাগার, আবর্জনা ফেলার জায়গাগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে।
