ব্রেকিং নিউজ রাজ্য

পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেঁটে ফেলল তৃণমূল

বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সিদ্ধান্তের কথা জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত রকম পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের ফাঁকা পদে কাউকে নিয়োগ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে ৬ দিন পর সরিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে। চারটি দপ্তরের দায়িত্ব থেকেই সরানো হল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের বদলে মন্ত্রিত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই। লিখিত বিবৃতি দিয়ে বৈঠকের আগেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় নবান্নের তরফে। শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয়, চার দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার।

আগেও একবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছিল। দোষী সাব্যস্ত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল। তবে এবার কোনরকম ঝুঁকি না নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো শাসক দল।পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।