ইডির দাবিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএম-এ নয়, ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে পার্থ চট্টোপাধ্যায়কে। রবিবার এমনটাই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সোমবার ভোরে এয়ার এম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল ভুবনেশ্বরে। সঙ্গে ছিলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক এবং তাঁর আইনজীবী।
এইমস ভুবনেশ্বরকে দেওয়া নির্দেশ মত ইতিমধ্যেই কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ আনে, “চিকিৎসার নামে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।” এমনকি হাসপাতালের তরফ থেকে ইডিকে হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত এদিন তোলা হয় কলকাতা হাইকোর্টে। শুনানি শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ, “রাজ্যের বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে।” কিন্তু এবার সেই নির্দেশ বদল করল আদালত!
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৩ টি জায়গায় চিরুনি তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৭ ঘন্টা ম্যারাথন জেরার পর শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে প্রথমে ইএসআই এবং পরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পার্থকে। এরপর তিনি অসুস্থ বোধ করলে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।