পার্থ চ্যাটার্জি গ্রেফতার ইস্যু নিয়ে তৃণমূলের নেতাদের লক্ষ্য করে কটুক্তি৷ প্রতিবাদ করতেই স্থানীয় তৃণমূলের বুথ সহ সভাপতিকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ আহত অবস্থায় তৃণমূলের ওই নেতা ভর্তি হাসপাতালে৷ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়৷
জানা গেছে, ঘটনা সূত্রপাত রবিবার সন্ধ্যায়৷ এদিন পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নহপাড় গ্রামের গোকুলনগর মোড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মন্ত্রী পার্থ চ্যাটার্জীর নামে কটুক্তি করতে থাকে। সেই সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের বুথ সহ-সভাপতি জয়ন্ত ভূঁইয়া৷ জয়ন্ত বাবুর অভিযোগ, “আমি বিষয়টির প্রতিবাদ করাতে আমার ওপরে আক্রমন করে বিজেপির ওই উত্তেজিত কর্মীরা৷ এরপর মাটিতে ফেলে বেধড়ক মারধর করে।”
অভিযোগ, লাঠি, রড দিয়ে মারধর করা হয় তৃণমূলের বুথ সহ-সভাপতি জয়ন্ত ভূঁইয়াকে। রাতেই তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বিজেপির স্থানীয় নেতা তথা জেলার সাধারন সম্পাদক গৌরিশংকর অধিকারী বলেন, “এটা ওদের নিজেদের গোষ্ঠী কোন্দল৷ নিজের দলের শীর্ষ নেতাদের দুর্নীতি সহ্য করতে না পেরে নিজেদের মত পার্থক্যের কোন্দলে মারধর হয়েছে৷ এর সাথে বিজেপির কোনো যোগ নেই৷”