Class1 to class 8 all students will be promoted' declaired Education Minister in West Bengal. This decision is taken due to corona disaster.
ব্রেকিং নিউজ রাজ্য

পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্তের দাবি

পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে, এমনটাই দাবি করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ’এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রিসভার বাকি যাঁরা অভিযুক্ত তাঁদেরকেও অবিলম্বে পদ থেকে সরাতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন যে,পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মান ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি সেই মান আরও নীচে নেমে গেল।‘

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, আপাদমস্তক দুর্নীতিতে জড়়িয়ে গিয়েছে তৃণমূল। এর জন্য কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। সেলিমের অভিযোগ, সারদা-নারদা থেকেও কোনোরকম শিক্ষা হয়নি তৃণমূলের। তাই স্কুল সার্ভিস নিয়োগে দুর্নীতি করে রাজ্যের নাম আরও একবার পোড়ালেন তৃণমূল নেতারা।

স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলা এবং আর্থিক দুর্নীতি প্রসঙ্গে কড়া মুডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ইতিমধ্যেই এই মামলায় তৃণমূল মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবং পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে। তবে শুধুমাত্র এই তিনজনই নয়, পরবর্তীতে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। নাম উঠে এসেছে অধ্যাপিকা মোনালিসা দাসের।