আইকোর চিটফান্ড এবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই৷ আগামী সপ্তাহেই তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, এখনও তিনি নোটিস হাতে পাননি৷ আর তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করল ইডি৷ তিনি এবার কামারহাটির প্রার্থী। সূত্রের খবর, আগামী ১৮ মার্চ ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷
আগেও আইকোর কাণ্ডের তদন্তে একবার পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ সূত্রের খবর, আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন সিবিআই গোয়েন্দারা৷ সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷ বেশ কিছু নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ সারদা কাণ্ডে জেল থেকে জামিনে থাকাকালীন একাধিকবার ইডি–সিবিআই মদন মিত্রকে তলব করেছে৷ প্রত্যেকবারই হাজিরা দিয়েছেন তিনি৷ এবার প্রার্থী হওয়ার পর ফের নির্বাচনের আগে ইডি তাঁকে তলব করায় বিষয়টি রাজনৈতিক স্বার্থ দেখছে শাসকদল৷
এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যে সৎ, সে ভয় পায় না৷ যা ইচ্ছে তাই করুক৷ যতক্ষণ পর্যন্ত না দেখছি নোটিসে কী রয়েছে, ততক্ষণ আমি কিছু বলব না৷’ মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। তৃণমূল নেতা মদন মিত্রের পাশাপাশি সমীর চক্রবর্তী, কুণাল ঘোষের মতো তৃণমূল নেতাদেরও সম্প্রতি তলব করেছে ইডি৷ সেই তালিকায় এবার জুড়ল পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে জেলবন্দি ছিলেন মদন মিত্র৷