জামিন চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির একবছর পেরনোর পর এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।
নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তদন্তভার পেয়েছে ইডি-সিবিআই। তাঁদের হাতে গ্রেফতার হয়েছে অনেকে। সেই তালিকাকেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত বছর জুলাইয়ের শেষ দিকে টানা জেরার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডির জানিয়েছে, রাজ্যে শিক্ষা ও নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। সেই নিয়োগ দুর্নীতির মূল কাণ্ডারী হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া ইডি আরও জানাচ্ছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির যে তদন্ত সেটা এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। এমত অবস্থায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন মঞ্জুর করলে তদন্তের ক্ষতি হবে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে সেই সংক্রান্ত নথিও সেটাও তাঁরা পেশ করতে চায়। সে কারণে আদালতে পেশ করার সময় চেয়েছে তাঁরা। আদালত আগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে৷