৩১ জানুয়ারি থেকে শুরু হল ২০২৪ সালের সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন হবে ১০ দিনের। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী বাজেটও পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। নতুন সংসদ ভবনে এই প্রথম বাজেট পেশ হবে। এদিন অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে উঠে এল নয়াদিল্লিতে জি২০ আয়োজন থেকে চন্দ্রযানের সাফল্য- নানা বিষয়ই।
এদিন বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়ন বিশেষ গুরুত্ব পেল। একইসঙ্গে তিনি বিরোধীদের উদ্দেশেও দিলেন বিশেষ বার্তা।
সংসদে হাঙ্গামা করা সাংসদদের কার্যত ওয়ার্নিং দিয়ে এদিন মোদি বলেন, সংসদে সবাই নিজের কর্তব্য পালন করেন। তাঁর মধ্যে অনেকেই গণতন্ত্রের সম্মানহানি করেছেন। এই ধরণের সাংসদদের বলব, এই অন্তর্বর্তী বাজেটে আত্মপক্ষ সমালোচনা করুন।১০ বছর কী কী করেছেন, ভেবে দেখুন। যা যা হাঙ্গামা করেছেন, ভেবে দেখুন। যত তীক্ষ্ণই আলোচনা হোক না কেন, সংসদে এই ধরণের আচরণ কাম্য নয়। যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। বরং সংসদে ভালো বক্তব্য রাখার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তাদেরই মানুষ মনে রাখবে।’