দেশ ব্রেকিং নিউজ

টুইটারকে তলব সংসদীয় কমিটির

কেন্দ্র–টুইটার বিবাদে নয়া মোড়। এবার টুইটার কর্তৃপক্ষকে তলব করল সংসদের স্ট্যান্ডিং কমিটি। আগামী ১৮ জুন তাদের কমিটির সদস্যদের সামনে হাজির হতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের সুরক্ষা এবং এই মাধ্যমের অপব্যবহার রুখতে টুইটার কী পদক্ষেপ করছে তা কমিটিকে জানাতে হবে। মঙ্গলবার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এটাই জানানো হয়েছে। নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে গোল বেঁধেছে বলে খবর।

উল্লেখ্য, ইতিপূর্বে একাধিক ইস্যুতে এই মাইক্রো ব্লগিং সাইটের আধিকারিকদের তলব করেছিল সংসদীয় কমিটি। সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে জমা পড়েছিল রিপোর্ট। কিন্তু নয়া তথ্যপ্রযুক্তি আইন কার্যকর করা নিয়ে কেন্দ্রের সঙ্গে টুইটারের টানাপোড়েন থামছেই না। কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে চূড়ান্ত নোটিসও পাঠানো হয়েছিল।

এএনআই সূত্রে খবর, কেন টুইটার নয়া আইনের বিরোধিতা করছে?‌ কেন নতুন আইন তারা কার্যকর করছে না?‌ ১৮ তারিখ বিকেল ৪টের মধ্যে সংসদ ভবনে সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের উপস্থিত হতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের সুরক্ষা বিশেষ করে মহিলাদের নিরাপত্তায় কী পদক্ষেপ করছে টুইটার কর্তৃপক্ষ, এই মাধ্যমের অপব্যবহার রুখতে টুইটার কী পদক্ষেপ করছে তাও জানতে চাওয়া হতে পারে।