দেশ লিড নিউজ

সংসদের শীতকালীন অধিবেশন বাতিল

প্রত্যাশিতই ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ করল কেন্দ্রীয় সরকার। কৃষক আন্দোলনে জেরবার নরেন্দ্র মোদীর সরকার। তাই বিরোধী সাংসদদের সামনে মুখ না দেখাতে শীতকালীন অধিবেশনই বাতিল করার পথে হাঁটল তাঁরা। অজুহাত হিসাবে, করোনাভাইরাসের কারণে এবার সংসদের শীতকালীন অধিবেশন বসছে না বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
প্রহ্লাদ জোশীর দাবি, সব দলই এই অধিবেশন বাতিল করার জন্য একমত হয়েছেন। ফলে ২০২১ সালের জানুয়ারি মাসে এক্কেবারে বাজেট অধিবেশন হবে সংসদে। বিতর্কিত কৃষি আইন নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য ছিল, যে আইনের প্রতিবাদে দেশজুড়ে এমন বড় আকারের বিক্ষোভ চলছে, সেই আইন সংশোধনের জন্য বিশেষ অধিবেশন দরকার।
যদিও সেই আবেদন খারিজ করে দেন জোশী। তাঁর দাবি, সব দলের সঙ্গে আলোচনা করেই অধিবেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধীরবাবুকে দেওয়া চিঠিতে জোশী আরও বলেন, ‘‌দিল্লিতে কোভিডের দাপট বেড়েছে। শীতকালে এই দাপটকে নিয়ন্ত্রণে আনা খুব জরুরি। তাই অধিবেশন বাতিল করা হচ্ছে।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী সংসদের একটি অধিবেশনের ছ’ মাসের মধ্যে আরও একটি অধিবেশন করতেই হবে। তাই গত মার্চে কোভিডের দাপটে রাতারাতি বাজেট অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের শেষে বাদল অধিবেশন বসে সংসদে। সেই অধিবেশনেই পাশ করিয়ে দেওয়া হয় কৃষি সংক্রান্ত এই নতুন বিলকে, যা পরে আইনে পরিণত হয়।