দেশ ব্রেকিং নিউজ

বিনা বাধায় পাশ তৃতীয় বিল

এটাই বোধহয় পরিকল্পিত ছিল। তাই তড়িঘড়ি আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এই পরিস্থিতি দেখে বিরোধিরা একজোট হয়ে অধিবেশন বয়কট করলে পাশ করিয়ে নেওয়া হবে তৃতীয় কৃষি বিলও। মঙ্গলবার ঠিক তাই হল। বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হয়ে গেল অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী বিল। গত ১৫ সেপ্টেম্বর লোকসভায় বিলটি পেশ করা হয়েছিল। লোকসভার বাধা সহজেই টপকে যাওয়ার পর আজ বিলটি পেশ করা হয় সংসদের উচ্চকক্ষে। সেখানেও বিলটি পাশ হল বিনা বাধায়। কারণ আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রাজ্যসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। এবার রাষ্ট্রপতি সই করলেই সাড়ে ৬ দশক পুরনো অত্যাবশ্যকীয় পণ্য আইনটি সংশোধিত হবে।
রাজ্যসভায় সরকারের বাড়তি পাওনা হল—বিরোধীরা সভা ছাড়ায় এই নিয়ে কোনও হট্টগোল হল না। বিরোধীরা মোট তিনটি বিল নিয়ে আপত্তি তুলেছিল। তার মধ্যে ছিল এই বিলটিও। রবিবার দুটি বিল পাশ হয়েছে। তৃতীয়টি পাশ হল আজ। সুতরাং চাল, আলু, পেঁয়াজ, ডালের মতো খাদ্যপণ্য আর অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রইল না।
এই পণ্যগুলি এবার থেকে ইচ্ছেমতো মজুত করতে পারবে ব্যবসায়ীরা। মজুত রাখার পাশাপাশি ইচ্ছেমতো দামে বিক্রি করা যাবে। এক এলাকা থেকে কিনে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিক্রিতে কোনও বাধা থাকবে না। এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির কেনাবেচা এবং মজুতদারির উপর এতদিন যে সরকারি নিয়ন্ত্রণ ছিল তা পুরোপুরি উঠে যাচ্ছে। কোনও জরুরি অবস্থা বা যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার চাইলে এই পণ্যগুলির মজুতদারির উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে।
সরকারের অবশ্য দাবি, ওইসব পণ্য উৎপাদন, সাপ্লাই ও মজুতের সীমার না থাকার ফলে কৃষকদের পাশাপাশি বেসরকারি সংস্থাও ওইসব পণ্যের ব্যবসার ক্ষেত্রে সুবিধে পাবে। আসবে বিদেশি বিনিয়োগও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার খুলে যাবে। কর্পোরেট থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও এই কৃষিপণ্যগুলিতে বিনিয়োগ করতে পিছপা হবে না। কর্পোরেটদের আগমন ঘটায় কৃষকরা নিজেদের পণ্যের জন্য আরও বেশি দাম পাবেন।
কিন্তু বিরোধীদের আশঙ্কা, এই বিলটি পাশ হওয়ার ফলে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির বাজার পুরোপুরি কর্পোরেট নিয়ন্ত্রণে চলে যাবে। তাঁরা ইচ্ছেমতো কম দামে কৃষিপণ্য কিনে মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে। তারপর সেই পণ্যই আকাশছোঁয়া দামে আম আদমির কাছে বেচবে। সুতরাং কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হবেনই, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে।