মঙ্গলবার অলিম্পিক্সের একাদশতম দিন। ইতিমধ্যেই একাধিক ইভেন্ট সমাপ্ত হয়েছে। ভারতের পদক সংখ্যা আপতত ৩। শেষ পর্যন্ত পদকের সংখ্যা কততে পৌঁছায় সেদিকেই নজর সকলের। তবে মঙ্গলবার মূল ফোকাসে তিনটি ইভেন্ট। জ্যাভলিন, হকি, কুস্তি।
জ্যাভলিনে পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে নামছেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া। মঙ্গলবার যোগত্যা অর্জন পর্বে নীরজের সঙ্গেই নজরে থাকবেন কিশোর জেনাও।কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলের নজর থাকবে ভিনেশ ফোগাটের দিকে। রাউন্ড অব ১৬-র ম্যাচে নামবেন ভিনেশ।
এছাড়াও নজর থাকবে টেবল টেনিসের দলগত খেলায়। পুরুষ বিভাগ নামছে প্রি কোয়ার্টার ফাইনালে অন্যদিকে মহিলা দল খেলবে কোয়ার্টার ফাইনাল। সব শেষে রাতে হকিতে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ভারত।