শান্তির দেশে বিস্ফোরণের অশান্তি। হ্যাঁ, দেশটির নাম প্যারিস। যেখানে চিরস্থায়ী শান্তি বিরাজমান। আর সেখানেই হঠাৎ বিস্ফোরণে সব লণ্ডভণ্ড হয়ে গেল। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এলেন শহরাবাসী। ভেঙে পড়ল কাঁচের জানলা। ভয়ে ছুটোছুটি শুরু করে দিয়েছিল পাখিরাও। আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়। কোথাও কী বিস্ফোরণ ঘটাল সন্ত্রাসবাদীরা? এই প্রশ্নটাই তখন শান্তির শহরে খুঁজছে।
জানা গিয়েছে, বুধবার দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা প্যারিস শহর ও সংলগ্ন এলাকা। জোরালো বিস্ফোরণ হয়েছে বলেই এই শব্দের ঝঙ্কার শুনেছে মানুষ। আতঙ্কে ফোন যেতে থাকে পুলিশের কাছে। যদিও টুইটারে সঙ্গে সঙ্গে পুলিশের তথ্য, প্যরিসে কোনও বিস্ফোরণ হয়নি। বরং ভালবাসার শহরের উপর দিয়ে যুদ্ধবিমান উড়েছে। কিন্তু কেন আকাশে যুদ্ধবিমান চক্কর কাটল? তার ব্যাখ্যা দেয়নি পুলিশ।
উল্লেখ্য, আগেও একাধিক বীভৎস নাশকতামূলক কাণ্ডকারখানার সাক্ষী থেকেছে শান্তির শহর প্যারিসে। ২০১৬ সালে একদিনে একাধিক এলাকায় সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। শার্লি এবদোর দপ্তরের সামনে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক যুবক। এমনকী, আইফেল টাওয়ার উড়িয়ে দেওযারও হুমকি এসেছে।
ছবি—এপি।