বিনোদন

ট্রোলিং নিয়ে মুখ খুললেন পরিণীতি

হরিয়ানার মধ্যবিত্ত পরিবারের মেয়ের ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিশ্বে প্রথম স্থানে চলে আসাই ছিল সাইনা নেহওয়ালের জীবনের গল্প। এবার সেই সাইনার বায়োপিক বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। কিন্তু প্রথমে যতটা উচ্ছ্বাস ছিল, সেই উন্মাদনা এক নিমেষেই যেন কমে গেল পোস্টার এবং টিজার মুক্তির পর।

পোস্টারে যেভাবে শাটল কক ধরা দেখানো হয়েছিল, সেটা ঘিরে টুইটারে অনেকেই লিখেছিলেন, ‘এভাবে ব্যাডমিন্টনের সার্ভ হয় না। টেনিস খেলোয়াড়রা এভাবে খেলেন।’ আবার কেউ কেউ লিখেছিলেন, ‘এটা সাইনার নয়, সানিয়ার বায়োপিক!’

এখানেই শেষ নয়, টিজার মুক্তির পরেও অনেকেই বলেছেন, সাইনার চরিত্রে পরিণীতি চোপড়াকে মানায়নি। এরপর এক সাংবাদিক পরিণীতিকে চলতি ট্রোলিং নিয়ে প্রশ্ন করেন। পরিণীতি জানান, ‘আমি অন্য চিন্তার মানুষ। যদি মনে হয় কেউ ঠিক বলছেন, তাহলে আমি তাকে সমর্থন করব। কিন্তু কেউ যদি অযথা সমালোচনা করেন, তাহলে সেসব নিয়ে আমি মাথা ঘামাই না।’ শুধু তাই নয়। পরিণীতি আরও জানান, তিনি এই ছবি নিয়ে আশাবাদী। ‘সাইনা’ সকলের ভাল লাগবে, সকলে মনে রাখবেন, দাবি এই অভিনেত্রীর।