বিনোদন ব্রেকিং নিউজ

বাগদান পর্ব সারলেন পরিনীতি চোপড়া

অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে বরাবরই খানিক রাখঢাক রেখেছিলেন। শেষপর্যন্ত বাগদান সেরেই ফেললেন এই যুগলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার নিউ দিল্লির কাপুরথালা হাউসেই পরিবার এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বাগদান সেরে ফেললেন তাঁরা। বিগত কয়েকদিন ধরে রাঘব ও পরিণীতির প্রেম নিয়ে নেটিজেনদের জল্পনা ছিল তুঙ্গে।রেস্তোরাঁ, বিমানবন্দর থেকে শুরু করে আইপিএল দেখতে স্টেডিয়ামে সর্বত্রই তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছে। অবশেষে সেই জল্পনার সমাপ্তি ঘটিয়ে সম্পর্ককে পূর্ণতা দেন করলেন তাঁরা।

দিল্লির কপুরথল্লা হাউসে তাঁদের বাগদানের পরেই সকলের কাছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যুগলে। বাগদানের অনুষ্ঠানে প্রায় ১৫০ জন আমন্ত্রিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে মণীশ মালহোত্রা, গায়িকা নিশা শেঠি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ প্রমুখ। ‘সুন্দর জুটি’ বলে শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী কেজরীবাল।

আংটি বদলের সেই ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন। কোন ছবিতে দেখা গিয়েছে তাঁরা একে অপরকে আলিঙ্গন করছে তো আবার কোন ছবিতে দেখা গিয়েছে একে অপরের চোখে তাকিয়ে মগ্ন হয়ে ভালোবাসায় হারিয়ে যেতে। অভিনেত্রীর পরনে ছিল সাদা আইভরি পোশাক, হালকা মেকাপ।অন্যদিকে, সাদা শেরওয়ানিতে তাঁক লাগিয়ে দিয়েছেন রাজপুত্র রাঘব। এই ছবি শেয়ার করা মাত্রই উপছে পরে ভক্তদের শুভেচ্ছা বার্তা।