বিনোদন ব্রেকিং নিউজ

মা হতে চলেছেন পরীমনি, জানালেন পিতৃপরিচয়

মাদক কান্ডে নাম জড়ানোর পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। এবার এক নতুন খবর শোনালেন তিনি। আর সেই খবর শোনার পর থেকেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। মা হতে চলেছেন পরীমনি, বাংলাদেশের সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

পাশাপাশি, সন্তানের পিতৃপরিচয়ও প্রকাশ করেছেন। তিনি জানান, গত বছর অক্টোবর মাসে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই সন্তানের বাবা তিনি। এদিন, ফেসবুকে নিজের ও রাজের একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে হুইলচেয়ারে বসে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। হাতে রয়েছে ফুল। সুন্দর মুহূর্তকে উপভোগ করছেন তিনি। তাঁর পিছনেই হুইলচেয়ারটি ধরে রয়েছেন শরিফুল রাজ। ছবির ক্যাপশনে নিজেকে অভিনন্দন জানিয়েছেন পরীমণি। আর রাজকে জানিয়েছেন ধন্যবাদ।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চলে জিজ্ঞাসাবাদ, তারপর নিষিদ্ধ মাদক কান্ডে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে।মাদক মামলায় গ্রেফতার হওয়ার প্রায় এক মাস কারাবন্দী থাকার পর গত ২০২১ এর ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান অভিনেত্রী। বেশ কিছুদিন আগে চার্জ গঠনের সময় পরীমণিকে বিচারক প্রশ্ন করলে গর্জে ওঠেন অভিনেত্রী। তিনি দাবি করেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।