হাইকোর্টে স্বস্তি মিলল বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের। অভিনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট জানান,পরেশ রাওয়ালের বিরুদ্ধে আর কোনও তদন্ত করা যাবে না।
সোমবার মামলার শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ‘তিনি গুজরাতি ভাষায় মন্তব্য করেছিলেন। এমনকী টুইট করে তিনি ক্ষমাও চান। এরপরও কেন মামলা করতে হল? অভিযোগকারী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।‘
সম্প্রতি,বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্যের জেরে আইনি বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ অভিনেতা পরেশ রাওয়াল। তাঁর বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁকে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই আদালত দ্বারস্থ হন পরেশ রাওয়াল।
প্রসঙ্গত, গুজরাটে নির্বাচনের প্রচারে গিয়ে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেন জনপ্রিয় অভিনেতা। গ্যাসের দাম নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদ বলেন,‘গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে। মূল্যবৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, তখন কী করবেন? কমদামের গ্যাসে মাছ রান্না করে বাঙালিদের খাওয়াবেন?’এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের রোষের মুখে পড়েন পরেশ। যদিও এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেতা। তাতেও অবশ্য বিতর্ক থামেনি। এরপরই তালতলা থানায় পরেশের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।