অভিনেতা পরেশ রাওয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ আগে অভিনেতা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।
টুইটারে পরেশ রাওয়াল লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমি কোভিড-১৯ পজিটিভ। যারা গত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা অনুগ্রহ করে করোনা পরীক্ষা করিয়ে নিন’।
পরেশ রাওয়ালের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। কমেন্ট করে শুভকামনা জানিয়েছেন অনুপম খের, রণবীর শোরে, রাহুল ঢোলাকিয়াসহ বলিউডের অনেক সহকর্মী ও বন্ধু।
গত ৯ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন পরেশ রাওয়াল। ভ্যাকসিন নেয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।