জেলা ব্রেকিং নিউজ

মিড ডে মিলের চাল নিয়ে বিক্ষোভ অভিভাবকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালে মেশানো রয়েছে বেশ কিছু অন্যরকম চাল। যা নিয়ে এদিন বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা।

উত্তর 24 পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের দেশবন্ধু প্রাথমিক জি এস এফ পি স্কুল এর সামনে এদিন সকালে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় স্কুলের এ দিনের মিড ডে মিলের রান্না। স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাই দেখেন স্কুলের মিড ডে মিলে যে চাল রান্না করা হচ্ছে তার মধ্যে সাদা মোটা মোটা একপ্রকার চাল রয়েছে, জলে ভেজালে সেগুলি ভেসে উঠছে, এমন চাল দেখে অভিভাবকরা প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তার দাবি, পুষ্টিকর চাল রাজ্য সরকার দিচ্ছে সেই কারণেই এটি এর মধ্যে মেলানো হয়েছিল। এরপর অভিবাবকরা আশেপাশে দু’তিনটে স্কুলে খবর নিয়ে দেখেন এরকম কোন চাল সেখানে দেওয়া হয়নি।

এরপর স্কুলের গেটের সামনে সেই চাল গুলিকে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ঘটনাস্থলে আসে ওয়ার্ড কাউন্সিলর। তিনি বলেন, ‘আমরা সরকারিভাবে সমস্ত জায়গায় কথা বলছি এরকম কোন চাল আছে কিনা খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ তবে আদৌ এগুলি পুষ্টিকর চাল কিনা রয়ে গিয়েছে জিজ্ঞাসা? অভিভাবকদের দাবি, এইরকম নিম্নমানের চালের ভাত খেয়ে বাচ্চারা যদি অসুস্থ হয়ে পড়ে তার দায় কে নেবে। অভিবাবকদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় এদিনের মিড ডে মিল ব্যবস্থা।