জেলা

খাদ্যদ্রব্য বিতরণে গরমিল, বিক্ষোভ

আই. সি. ডি.এস কেন্দ্রের বিতরণ করা খাদ্যদ্রব্যে ওজনে কম দেওয়ায় অভিযোগে আই. সি. ডি.এস কর্মীকে ঘিরে বিক্ষোভে সরব অভিবাবকরা । বৃহস্পতিবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের পলাশী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে ।

বৃহস্পতিবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ চলাকালীন বেশ কিছু অভিভাবক এখান থেকে নেওয়া খাদ্যসামগ্রী বাড়ি নিয়ে যাওয়ার পথে এক দোকানে ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্রে ওজন করান এবং এখান থেকেই স্পষ্ট হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওজনে কম দেওয়ার বিষয়টি । তারা দেখেন প্রতি কিলো খদ্যদ্রব্যে ১০০ থেকে ২০০ গ্রাম করে কম রয়েছে । শেষমেষ তারা খাদ্যদ্রব্য নিয়েই পুনরায় ফিরে যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।  খাদ্যদ্রব্য ওজনে কম দেওয়ার অভিযোগ তুলে
ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গঙ্গা পালকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পাশাপাশি তারা ,ওজনে গরমিলের এই ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটছে বলেও অভিযোগ করেন। শেষমেষ মেজিয়ার পলাশী গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যদ্রব্য বিতরণের কাজ স্থগিত রাখা হয় ।

অপরদিকে পলাশী গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গঙ্গা পাল, তার বিরুদ্ধে ওঠা ওজনে গরমিলের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘হয়তো ওজন করা যন্ত্রের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।’ এছাড়াও তিনি অভিবাবকদেরকে পুনরায় খাদ্যসামগ্রী প্রদানের কথা বলেন ।

অপরদিকে ওজনে কম দেওয়ার বিষয়ে সি. ডি. পি. ও আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে এখনো প্রর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি , তবে তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।

বিশেষ সংবাদদাতা: মলয় সিংহ,বাঁকুড়া