রাজ্য

শাশুরিকে খুন করে পাচারের ছক, গ্রেপ্তার বৌমা

শ্বশুরবাড়িতে মেয়ের উপর চলত অকথ্য অত্যাচার। সেই রাগে মেয়ের শাশুড়িকে নৃশংসভাবে খুন করল মেয়ের বাবা–মা বলে অভিযোগ। এই ঘটনার পুরো পরিকল্পনা করেছিলেন মেয়ের মামা। সবজির নীচে দেহ চাপা দিয়ে ট্যাক্সি করে পাচারের চেষ্টাও করছিল তারা। তবে রাতের পেট্রোলিংয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। মেয়ের মা-সহ চারজনকে আটক করেছে পুলিশ। খাস কলকাতায় ঘটেছে ভয়াবহ এই হত্যার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে প্রগতি ময়দান থানা এলাকায় একটি সন্দেহজনক হলুদ ট্যাক্সিকে আটক করে টহলদারি পুলিশ। উদ্ধার হয় এক বৃদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধার নাম সুজামানি গায়েন (৬০)। তিনি হরিদেবপুরের কালিতলার বাসিন্দা। তাঁকে খুনের অভিযোগে, বড় বউ সুজাতা গায়েন ও তাঁর বাবা–মা–মামা অজয় রাং, মালিনা মণ্ডল, বাসু মণ্ডল এবং ট্যাক্সি চালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ট্যাক্সির যাত্রীদের প্রথমে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করা হলে তারা বলে, সবজি বিক্রি করতে যাচ্ছে। এরপর ট্যাক্সিতে তল্লাশি চালায় পুলিশ। ট্যাক্সির বুট ট্রাঙ্ক খুলতে পুলিশ দেখতে পায় সেখানা রাখা আছে প্রচুর কুমড়ো। তারই মধ্যে থেকে একটু মাথা নজরে আসে পুলিশের। সেটি ছিল রক্তে ভেজা। সঙ্গে সঙ্গে ট্যাক্সিচালক–সহ তিন যাত্রীকে আটক করে পুলিশ। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে তারা নিজেরাই দোষ স্বীকার করে, তারা তিনজনে মিলে মলিনার বড় মেয়ের শাশুড়ি ৬০ বছরের সুজামণি গায়েনকে খুন করেছে। কেন এই খুন করতে হল?‌ পুলিশের কাছে তারা জানিয়েছে, তাদের বড় মেয়ে সুজাতা গায়েনের বিয়ে হয়েছিল সুজামণির ছেলে খোকন গায়েনের সঙ্গে। কিন্তু শ্বশুরবাড়ি অত্যাচারের শিকার হতে হত সুজাতাকে। তারই প্রতিশোধ নিতে তাঁর শাশুড়িকে খুন করেছে তাঁর বাবা–মা। লাঠির ঘায়ে তাঁকে অবচেতন করে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়।
তারপর একটি সবজির বস্তার মধ্যে দেহ ঢুকিয়ে খালে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশ ভ্যান টহলের সময় ওদের আটকায়। প্রথমে পরমার কাছে আটকায় পুলিশ। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। কথায় অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। ফের প্রগতি ময়দান থানা এলাকায় আটকায় পুলিশ।
ট্যাক্সি থেকে উদ্ধার হয় বস্তা। বস্তা খুলতেই দেখা যায় দেহ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে অভিযুক্তদের বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। খুনের সময়, কীভাবে খুন করা হয়েছে স্পষ্ঠ ধারণা পাওয়া যাবে।