ব্রেকিং নিউজ রাজ্য

ফি বৃদ্ধির প্রতিবাদে রণক্ষেত্র স্কুল চত্বর

করোনার জেরে লকডাউনে জর্জরিত রাজ্য। তার ওপর আমফানে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারই মধ্যে স্কুলের ফি বাড়িয়ে দেওয়া হল। আর এই ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। দমদম সেন্ট মেরি স্কুলে উত্তেজনা চরমে পৌঁছয়। তখন লাথি মেরে স্কুলের গেট ভেঙে ভেতরে ঢুকল পুলিশ।
এদিকে অভিভাবকদের অভিযোগ, এই লকডাউনের মধ্যেও স্কুল কর্তৃপক্ষ ফি বৃদ্ধি করেছে। লকডাউনের ফলে অনেকের রোজগার কমে গিয়েছে। অনেকে কাজ হারিয়েছেন। তার মধ্যে কোনও আলোচনা ছাড়াই এভাবে ফি বাড়ানো অমূলক। তাই ফি বৃদ্ধির বিরুদ্ধে তারা অবস্থান বিক্ষোভ করছেন। শুক্রবার স্কুলের গেটের বাইরে প্রতিবাদ জানানোর পর দমদম রোড অবরোধ করে অভিভাবকরা। তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অবস্থান বিক্ষোভের ফলে এলাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। সেখানে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে স্কুল কর্তৃপক্ষকে গেট খোলার আবেদন করা হয়। কিন্তু তাতে কোনও কাজ হয় না। তখন লাথি মেরে স্কুলের গেটে ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখন পিলপিল করে পুলিশের সঙ্গে স্কুলের ভেতরে ঢুকে পড়েন অভিভাবকরাও। চিৎকার–চেঁচামিচি থেকে রে রে করে তেড়ে যান অভিভাবকরা। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। বেগতিক দেখে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যান। তুমুল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় স্কুল কর্তৃপক্ষ। ২৫ জুন বর্ধিত ফি–র বিষয়ে সিদ্ধান্ত জানাবে স্কুল কর্তৃপক্ষ।