রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। আগামি কাল থেকেই শুরু হবে এই প্রকল্প। সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলার জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের স্কুল শিক্ষা দফতর এমনটাই নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার অন্তত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত।
মঙ্গলবার রাতে স্কুল শিক্ষা সচিব বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে বৈঠকে বসেন। ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প কীভাবে পরিচালনা করা হবে তা নিয়েও বেশ কিছু নির্দেশ দেওয়া হয় ওই বৈঠকে।
নির্দেশিকা অনুযায়ী, বড় মাঠ হলে ৮০ থেকে ১০০ জন পড়ুয়া, ছোট মাঠ হলে ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে ক্লাস করা যাবে। যদি কোনও পড়ুয়ার বাড়ি স্কুল থেকে দূরে হয় তবে সে তার কাছের কোন স্কুলের পাড়ায় শিক্ষালয় প্রকল্পে অংশ নিতে পারবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সপ্তাহে অন্তত দুদিন এবং দু’ ঘণ্টা ধরে প্রত্যেকটি শ্রেণির ক্লাস নিতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে সূচি তৈরি করে দেওয়া হয়েছে তাতে সোমবার ও বৃহস্পতিবার হবে সপ্তম শ্রেণির ক্লাস, মঙ্গলবার ও শুক্রবার করে হবে ষষ্ঠ শ্রেণির ক্লাস, বুধবার ও শনিবার হবে পঞ্চম শ্রেণির ক্লাস। সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দুটি সেশনে ক্লাস নিতে হবে।
প্রসঙ্গত আগামী ৭ ফেব্রুয়ারি থেকেই পাড়ায় শিক্ষালয় শুরুর কথা বলা হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল খোলার ঘোষণা করার পাশাপাশি পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প হওয়ার কথা ঘোষণা করেন।আগামিকাল থেকেই পাড়ায় শিক্ষালয় প্রকল্পের মাধ্যমে অন্তত একটি করে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছে শিক্ষা দফতর।