ব্রেকিং নিউজ রাজ্য

কেমন হল আজ পাড়ায় শিক্ষালয়?

অবশেষে স্কুল খুলল রাজ্যজুড়ে। বিধিনিষেধ মেনে প্রায় ২ বছর পর খুলে গেল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি আজ থেকেই শুরু হলো ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। এই প্রকল্পের অন্তর্ভুক্ত পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা। শান্তিনিকেতন এর মত খোলা হাওয়ায় খোলা আকাশের নিচে খোলা মাঠে বসে পড়াশোনা করে এক অন্যরকম অনুভুতি হল খুদে পড়ুয়াদের। দীর্ঘদিন বাড়িতে থাকার পর এই অনুভূতি তাদের স্কুলে আসার আনন্দকে দ্বিগুন করে দিয়েছে। কিন্তু সমস্যাও দেখা দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যে সমস্ত স্কুলে মাঠ নেই সেক্ষেত্রে তাদের ক্লাস কোথায় করানো হবে তা নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির এর প্রধান শিক্ষক চপল কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের স্কুলে যেহেতু অনেকটা জায়গা রয়েছে সেক্ষেত্রে আমাদের ক্লাস করাতে কোন অসুবিধা হয়নি ছাত্রছাত্রীরা গাছের ছায়ায় মুক্ত পরিবেশে খুশিমনেই ক্লাস করেছে। কিন্তু যে সমস্ত স্কুলের মাঠ নেই সেক্ষেত্রে ক্লাস করানো একটু অসুবিধেজনক।’

বৃহস্পতিবার এর প্রশাসনিক বৈঠকে “পাড়ায় শিক্ষালয়” প্রকল্পে শনিবার ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে স্কুল চালুর পাশাপাশি পাড়ায় শিক্ষালয় প্রকল্পের ফলে স্কুলে উপস্থিতির হার আরো বাড়বে বলে মনে করছে স্কুল শিক্ষা দপ্তর।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রথম দিনেই রাজ্যজুড়ে স্কুলগুলিতে উপস্থিতির হার বেশ ভালো। স্কুলে আসতে পেরে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরাও। শিক্ষা দপ্তরের ধারণা, আগামী সোমবার থেকে স্কুলগুলিতে উপস্থিতির হার অনেকটাই বাড়তে পারে। উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রথমদিনে কলেজ ও বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে উপস্থিতির হার ৩০ শতাংশের কম। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন উচ্চ শিক্ষা দপ্তর। যদিও বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অধ্যাপকদের উপস্থিতির হার ৮০% হয়েছে বলেই দপ্তর সূত্রে খবর।