নতুন চমক দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এসএমভি স্টুডিওর সপ্তাশ্ব বসুর ব্যানারে পরিচালনায় তৈরি হয়েছে নতুন ছবি ‘ডাঃ বক্সী’। বহু প্রতীক্ষিত এই ছবি ‘ডক্টর বক্সী’র টিজারে গীতার শ্লোক ও দুর্দান্ত অভিনয়ের ঝলক প্রকাশ্যে এসেছে।
পরমব্রতর কণ্ঠে গীতার শ্লোক দিয়ে কয়েক সেকেণ্ডের টিজার শুরু হচ্ছে। এই ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। এর আগে এই ছবির পোস্টারে দেখা মিলেছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। কিন্তু টিজারের শুধুমাত্র দেখা গিয়েছে পরমব্রতকে।
মেডিক্যাল থ্রিলার ঘরানার ছবি ‘ডক্টর বক্সী’। ঈশ্বরের রূপ বলা হয় চিকিৎসকদের অথচ একশ্রেণীর চিকিৎসকেরা শুধুমাত্র নিজের রোজগারের জন্য ভুল ভাবে ব্যবহার করেন এই পেশাকে। তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের গল্পই উঠে আসবে এই ছবিতে।
একজন ট্রাভেল ব্লগারের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। শুভশ্রীর চরিত্রের নাম মৃণালিনী। হেরিটেজ হোটেলে ঘুরতে গিয়ে একটি খুনের ব্যাপারে জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কোনো অপরাধ জড়িয়ে আছে কিনা, ডক্টর বক্সী রহস্য উদঘাটন করতে পারবেন কিনা তা নিয়েই এই ছবির গল্প। পাশাপাশি এই ছবিতে নেগেটিভ চরিত্রে প্রথমবার অভিনয় করছেন বনি সেনগুপ্ত। তাঁর চরিত্রটি একজন জেল ফেরত আসামীর।ছবিতে শ্রদ্ধার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহি করকে। এই সব চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটতে পারে ‘ডাঃ বক্সী’ ওরফে পরমব্রতর হাত ধরে।
পরিচালক সপ্তাশ্বর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে ‘ডাঃ বক্সী’ চরিত্রের আত্মপ্রকাশ ঘটেছিল । সেই চরিত্রকেই আরও এগিয়ে নিয়ে যেতে এবার এই নতুন ছবি । তবে ‘ডাঃ বক্সী’ সিনেমার সঙ্গে আগের ছবির গল্পের একেবারে মিল নেই বলেই শোনা গিয়েছে। বরং নতুন এক গল্পই এই ছবিতে বলবেন পরিচালক সপ্তাশ্ব।