প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। গত এক মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর একটি হাসপাতালে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বারাণসীতে থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গেছে, অনুষ্ঠানেই তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। তখন থেকেই হাসপাতাললে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সুবক্তা এবং স্পষ্ট কথা বলার জন্য বিশেষ পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত। সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের বিভিন্ন আলোচনায় তিনি বলিষ্ঠ বক্তব্য পেশ করতেন। তাঁর গঠনমূলক সমালোচনা সাধারণের দৃষ্টি আকর্ষণ করত। অন্যান্য বিষয়ের মত সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদেও সরব হন তিনি।
সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন পঙ্কজ দত্ত। যে অনুষ্ঠানে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। যার জেরে তাঁকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। এরপর বড়তলা থানাতে হাজিরা দেন তিনি এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়।