ব্রেকিং নিউজ রাজ্য স্বাস্থ্য

আতঙ্ক! গবাদি পশু থেকে ছড়াচ্ছে ভয়ঙ্কর রোগ

গবাদিপশু থেকে ছড়াচ্ছে ভয়ঙ্কর এক রোগ। এই রোগে প্রথমে সংক্রমিত হয় গবাদি পশু। তারপর তা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যেও। এইভাবে ৪০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই ধরনের রোগকে বলা হয় জুনোসিস। একইরকম রোগ ব্রুসেলোসিস। পুরো নাম ব্রুসেলিয়া অ্যাবরোটাস।

মূলতঃ খামার থেকেই রোগ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমিত গবাদি পশুকে যদি আলাদা করে রাখা হয় তবে রোগ ছড়ানো প্রতিরোধ করা সম্ভব। শুরুতেই সমস্ত গবাদি পশুকে ব্রুসোলোসিস ভ্যাকসিন দিয়ে রাখলে এই রোগের সম্ভাবনা কম।

কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রায় ১০০ জন জ্বর, গা ব্যথা, মাথার যন্ত্রণা-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে আসেন। ট্রপিক্যালের ভাইরোলজি বিভাগে তাঁদের রক্ত পরীক্ষা করা হলে ব্রুসেলোসিস রোগ ধরা পড়ে। সমস্ত তথ্য পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে। আক্রান্তদের পর্যবেক্ষণে রেখে তাঁদের অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলায় এই রোগ দেখা গিয়েছে।