বাংলাদেশের সীতাকুণ্ডে ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণ। কিন্তু এখনো আশঙ্কা করা হচ্ছে ওই জায়গায় আবারো বিস্ফোরন হতে পারে, তেমনটা হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।আর সেই কারণেই প্রাণ বাঁচাতে আশেপাশে এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাচ্ছেন। স্থানীয়দের মতে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই ফের বিস্ফোরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তেমনটা হলে প্রাণে মরতে হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ওই ডিপোতে প্রায় ৬০০ কর্মী কর্মরত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় তাদের মধ্যে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় দুই শতাধিক।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, ডিপোর কিছু পাত্রে রাসায়নিক পদার্থ মজুত ছিল সেই রাসায়নিক এই আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে। যদিও বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা ভেঙে গিয়েছে এবং ৪ কিমি দূরের এলাকা থেকে তা অনুভূত হয়েছে বলে জানা গেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম থেকে শহরটি মাত্র ৪০ কিলোমিটার দূরে ।
উল্লেখ্য, ২০২১ সালে দেশের দক্ষিণে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়। এছাড়াও রাজধানী ঢাকার অদূরে রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে চট্টগ্রামের পতেঙ্গায় আরেকটি কনটেইনার স্টোরেজ ডিপোতে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে তিনজন শ্রমিকও নিহত হয়।