রাজ্যে ভোট পর্ব চলাকালীন হুগলি জেলার পাণ্ডুয়াতে বোমা বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। আহত আরও দুই কিশোর।
স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল ওই তিনজন কিশোর। বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা। এসে দেখেন, বোমার আঘাতে আহত হয়ে পড়ে রয়েছে ওই তিন কিশোর।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া হাসপাতালে। সেখানেই এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দুজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের মধ্যে এক কিশোরের বাঁ হাত উড়ে গেছে। আহতরা হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। বয়স ১০ বছর। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পাণ্ডুয়ায় মামার বাড়িতে এসেছিল সে। বাকি দুই আহত কিশোর রূপম বল্লভ (১৩) এবং সৌরভ চৌধুরী (১১)। তবে কে বা কারা ওই বোমা রেখেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ থানার পুলিশ।