পঞ্চায়েতে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর এবং ৫ দফা ভোটর দাবিতে রবিবার বৃষ্টিভেজা রাজপথে রাজ্য সরকারি কর্মচারীরা। এদিন হাওড়া ও শিয়ালদহ থেকে মহামিছিল বের করে সংগ্রামী যৌথ মঞ্চ। পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ডিসিআরসি কেন্দ্র থেকে তাঁরা বাড়ি ফিরে যাবেন, বুথে আর যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের সদস্যরা। ডিএ সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই অবস্থান আজ ১৫০ দিনে পা দিয়েছে। আর সেই দিনেই পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দাবিতে পথে নামলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
যেহেতু এক দফায় ভোট হচ্ছে, তাই প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। নয়তো ভোট করতে হবে ৫ দফায়। এমনকী ৮২২ কোম্পানি বাহিনী দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব কি না সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই রাজ্যজুড়ে হিংসার সাক্ষী মানুষ। রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে প্রাণ গিয়েছে ৯ জনের। বিরোধীদের অভিযোগ, তাঁদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই রকম এক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না করলে ভোটের ডিউটিতে যেতে আগেই অস্বীকার করেছিলেন ডিএ আন্দোলনকারীরা। এবার ভোটের মুখে এবার ফের একবার সেই দাবি তুলে রাস্তায় নামলেন তাঁরা।