ব্রেকিং নিউজ রাজ্য

Panchayet Election 2023: কেন্দ্রীয় আধাসেনা মোতায়েনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিউ পিটিশন মমতা-সরকারের

পঞ্চায়েতে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী চাইছে না রাজ্য সরকার। সে কারণে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলার সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে। আর তাই কলকাতা হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের সবকটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারের রায়ে, ৪৮ ঘণ্টার মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে কমিশনকে। নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, ‘‘হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করব।’’ এরই মধ্যে শুক্রবার সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে।

উল্লেখ্য, স্পর্শকাতর জেলাগুলিতেকেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে, প্রথমে এমনটাই নির্দেশ ছিল। তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় সেই মামলার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, বাংলার সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে।