ব্রেকিং নিউজ রাজ্য

আবাস যোজনার তালিকায় নাম নেই, পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাজ্য সড়ক অবরোধ

আবাস যোজনার তালিকায় নাম নেই খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশের। সেই ক্ষোভে শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ খাতড়া এক নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে পঞ্চায়েতের অফিসের সামনে খাতড়া-সিমলাপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে আটকে পড়ে ওই রুটের বহু যাত্রীবাহী ও পন্যবাহী যানবাহন।

এলাকাবাসীদের বক্তব্য, তাঁরা বাড়ি পাওয়ার যোগ্য। তাঁদের পাকা বাড়ি নেই। মাটির বাড়িতে বাসবাস করেন। আবাস যোজনা প্রকল্পের তালিকায় তাঁদের নাম বাদ পড়ল কেন? তাঁদের আরও অভিযোগ, আগের তালিকায় তাঁদের নাম ছিল। কিন্তু বর্তমান তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা গরিব মানুষ। দিন আনা দিন খাওয়া। কিন্তু আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম নেই তাঁদের। উল্টে অবস্থাপন্নদের নাম রয়েছে তালিকায়।”

এদিন বিকেল তিনটে পর্যন্ত বিক্ষোভ, পথ অবরোধ চলে। এরপর অবরোধস্থলে পৌঁছান খাতড়ার বিডিও অভীক বিশ্বাস ও খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। বিডিও ও আইসি অবরোধকারীদের সাথে কথা বলে খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ উঠে।

এ বিষয়ে খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা দলনেতা স্বপন মর্দ্দন্যা জানান, “যেসব বাসিন্দারা বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু তালিকায় নাম নেই, যাতে নতুন করে আবার সমীক্ষা করে নাম তোলা যায় সে ব্যাপারে খাতড়া ব্লক প্রশাসনকে পঞ্চায়েতের তরফে অনুরোধ করা হয়েছে।”