পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এদিন তাকে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিয়েছে বলেই জানা গিয়েছে। তাঁর অভিযোগ মঙ্গলবারও গণনা কেন্দ্রের বাইরে ব্যাপক বোমাবাজি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষের প্রাণ গিয়েছে। কার্যত সেকারণেই এদিন মামলার নথিতে ৬ হাজার বুথে অশান্তির কথা উল্লেখ করেছেন শুভেন্দু। এর পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকক্ষেত্রেই আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে।নির্বাচনে আদালতের কোনো নির্দেশই মানা হয়নি।
শনিবার পঞ্চায়েত নির্বাচন চলাকালীনই একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানিয়েছিলেন, আদালতের কোনো নির্দেশ মানেইনি রাজ্য। এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর বুথে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের দিন স্পর্শকাতর বুথগুলিতে জওয়ানদের দেখাই যায়নি সেভাবে। ওইদিন বৈঠকে ৬ হাজার বুথে অশান্তির খবরও উল্লেখ করেন বিরোধী দলনেতা। পাশাপাশি শুভেন্দু অভিযোগ করেন যে, পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ারের ব্যবহারে মানা করা হয়েছিল। কিন্তু নির্বাচনের দিন সবকটি বুথেই সিভিক ভলান্টিয়ার ছিল।শুভেন্দু অধিকারীর দাবি, ভোটের জন্য হাই কোর্ট যা শর্ত দিয়েছিল, তার কেশ কিছু মানেনি কমিশন। আর সেই কারণেই এই বেলাগাম হিংসার ঘটনা ঘটেছে।