পঞ্চায়েত ভোটে হিংসার ও অশান্তির ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপির সংসদীয় টিম। বুধবার বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানান, কেন্দ্রে শাসক দল বাংলায় যে তিনটি প্রতিনিধি দল পাঠিয়েছিল, তারা সবাই পঞ্চায়েতে হিংসার ঘটনা নিয়ে গভীর তদন্তের সুপারিশ করেছে। কারণ, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর বাংলার মানুষেরই আর ভরসা নেই। পঞ্চায়েত ভোটে বিজেপি বাংলায় তিন দফায় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল।
প্রথমে টিমে নেতৃত্ব দিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ। পরে মহিলা সাংসদদের একটি টিম পাঠানো হয়েছিল। তার নেতৃত্বে ছিলেন সাংসদ সরোজ পাণ্ডে। এর পরই তফসিলি জাতির সাংসদদের নিয়ে একটি টিম বাংলায় পাঠিয়েছিলেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তাৎপর্যপূর্ণ হল, এই পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে বাম ও কংগ্রেসের যতটা সংঘাত দেখা গিয়েছে, ততটাই সংঘাত দেখা গিয়েছে বিজেপির সঙ্গে। কিন্তু সিপিএম-কংগ্রেস কোনও কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেনি। বরং বামেদের স্পষ্ট বক্তব্য, বুথ স্তরের লড়াই তাঁরা বুথেই করবেন। আদালতের ভরসায় বসে থাকবেন না।